১৯৭১ সালে সংগঠিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে অনলাইন জগতে বাংলায় প্রচার করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা আশা করি, এই প্লাগইনটির মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মানুষ যারা ইন্টারনেট ব্যবহার করছে তারা সবাই আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস জানবে এবং অন্যদেরকেও জানাতে উৎসাহ দিবে।
এই প্লাগইনটি তৈরী করতে গিয়ে বিভিন্ন মাধ্যম ও উৎস থেকে তথ্য সংগ্রহ করতে হয়েছে। যারা যেভাবে এটি তৈরীতে সহযোগীতা করেছে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে বাংলা উইকিপিডিয়া ও মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে সবচেয়ে বেশী তথ্য সংগ্রহ করেছি, তাই এই দুটি মাধ্যমের সকল কারিগরি ব্যক্তিদের প্রতি রইল সশ্রদ্ধ সালাম ও কৃতজ্ঞতা। এই প্লাগইনটির কাজ কখনোই থেমে থাকবে না। প্রতিনিয়ত এটিকে আরো বেশি তথ্য সমৃদ্ধ ও নির্ভুল করার কাজ আমরা করে যাব।
উল্লেখযোগ্য ফিচার সমূহ:
- ১৯৭১ সালের প্রতিটি দিনের উল্লেখযোগ্য ঘটনার উল্লেখ।
- মুক্তিযুদ্ধের মহান বীর সেনানীদের (বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক) নামের তালিকা।
- মুক্তিযুদ্ধকালীন গঠিত বিভিন্ন সেক্টর সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা।
- প্রতিটি অংশই সর্টকোড দ্বারা ওয়েবসাইটের যেকোন জায়গায় ব্যবহার করা যাবে।
- এছাড়াও প্রতিনিয়ত নতুন নতুন তথ্য হালনাগাদ ও পূর্বের তথ্যের নিশ্চয়তাকরণ করা হবে।
পুনশ্চঃ যেহেতু এটি একটি মহান ইতিহাস নির্ভর প্লাগইন, তাই সকল ব্যবহারকারীর কাছে অনুরোধ এখানে ব্যবহৃত কোন তথ্য ভুল কিংবা বিভ্রান্তিকর মনে হলে সংগে সংগে আমাদের ইমেইলে (projoktibangla@gmail.com) বিস্তারিত জানাবেন, যেন পরবর্তী হালনাগাদের সময়ই তথ্য নিশ্চিতকরণ করা যায়।
Live Demo দেখতে :
একাত্তর | ekattor
প্লাগইনটি কিভাবে ব্যবহার করবেন সেটি জানতে Installation ও faq ট্যাব দুটো দেখুন।
‘একাত্তর | ekattor’ প্লাগইনটির প্রস্তুতকরণ প্রক্রিয়া একদমই সহজ। দুটি উপায়ে এটি করা যাবে।
স্বয়ংক্রিয়:
- প্রথমে আপনার ওয়েবসাইটের Dashboard থেকে Plugins এ যান। সেখান থেকে Add new তে চাপুন।
- এবার \"একাত্তর / ekattor\" লিখে সার্চ করুন।
- এবার Install ও Active এ চাপুন।
নিজেরমতো করে:
- প্রথমে \"pbp-ekattor.zip\" নামের প্লাগইন ফাইলটি Download করুন।
- আপনার ওয়েবসাইটের Dashboard থেকে Plugins এ যান। সেখান থেকে Add new তে চাপুন।
- এবার Upload Plugin এ চেপে পরবর্তীতে পাতায় যান।
- এবার \"pbp-ekattor.zip\" ফাইলটি Upload করে Install ও Active করুন।